একটি স্বপ্ন, কিছু কথা!! |
কথায় অাছে স্বপ্নহীন মানুষ পশুর সমান! কিন্তু বাস্তবে কি তাই? উত্তরে না; ছাড়া আর কোনো শব্দই আসবে না, কেননা পৃথিবীতে এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবেনা যার বুকের ভিতর সে কোনোপ্রকার স্বপ্ন পোশন করেনা। হয়তো কারো কোটি কোটি টাকা ইনকামের স্বপ্ন আবার কারোর বা সম্মান অর্জনের স্বপ্ন, কেউ স্বপ্ন দেখে মৃত্যুপূর্ব জীবনে আরাম-আয়েশের কেউবা স্বপ্ন দেখে মৃত্যুপরবর্তী জীবনে (পরোকাল) আরাম-আয়েশ করার। এই পৃথিবীতে একেকজনের স্বপ্ন একেক রকমের; কারণ সয়ং সৃষ্টিকর্তাই যে নির্ধারণ করে দিয়েছেন- তোমার ভাগ্য, তোমার স্বপ্ন বা তোমার শারীরিক ও মানষিকতার উপর নির্ভর করবে। তাই হয়তো পৃথিবীর আলাদা আলাদা মানুষের চাহিদা বা স্বপ্নও হরেক রকমের।
কেউ স্বপ্ন দেখেও তার দেখা সেই স্বপ্নের শেষ পর্যন্ত যেতে পারেনা আবার কেউ কেউ স্বপ্নের সর্বোচ্চ চূড়ায় কি পৌঁছায়। আবার অনেক মানুষ আছেন যেটা স্বপ্ন দেখে সেটাতে সফল হননা কিন্তু যেটা নিয়ে স্বপ্ন দেখেননা সেটাই তিনি করে দেখিয়ে দেন। তাই বলে বলা যাবেনা যে তিনি একদমই স্বপ্ন দেখননি, কিঞ্চিৎ পরিমাণ হলেও তিনি স্বপ্ন দেখেছিলেন আর তাই তিনি সফলও হলেন। তবে কারোর জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় ঘটনার পূর্ব মহুর্ত ছাড়া বুঝার কোনো উপায় থাকে না। উদাহরণ হিসাবে অনেককেই দেওয়া যায়, যেমন ধরুণ চার্লস ব্যাবেজ।
তবে যাই বলুন না কেনো, স্বপ্ন ছাড়া আপনি এক মহুর্তও বাঁচতে পারবেন না। হয়তো আপনি একবার স্বপ্ন দেখে তাতে অসফল হয়েছেন, কিন্তু তাতে কি হয়েছে? আবার নতুন করে স্বপ্ন দেখুন, আবার শুরু করুন বা নতুন কিছু করুন। আরে ভাই আপনাকে স্বপ্ন দেখার জন্য টাকা দিতে হয়না কিংবা কেউ মানাও করেনা। বাস্তবে আপনি ভাতের সাথে ঘি কিংবা হরিণের গোস্ত খেতে পারেননা কিন্তু স্বপ্নে খেলেতো আর টাকার দরকার নেই; তাই না! আপনার জীবনকে নিয়ে স্বপ্ন দেখতে শিখুন, আজ এখন এই ক্ষণ হতে পরবর্তী প্রতি ক্ষণের আগাম স্বপ্ন দেখুন। খুঁজে বের করুন আপনার প্রতিভাকে, তাক লাগিয়ে পৃথিবীব্যাপী সকল মানুষকে।
সর্বশেষে একটা কথাই বলবো কারো স্বপ্ন পূর্ণ আবার কারো স্বপ্ন চিরকাল অধোরাই থেকে যায়।
----------------------------------------
জে এম আলী নয়নঃ
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.