এম রোকন সরকার
----------------------------------------------
আমি দাঁড়িয়ে বাস স্টোপেজে।
আর বলে গেল-আর কত?
উঠে আসুন, আঁধার যে নেমে এলো।
আমি আঁধারেই বসে আছি।
তুমি এসে দেখ কবিতা-
শত আঁধারেও আমার প্রেম
জোনাক’টা আলো জ্বেলে আছে।
প্রত্যহ রাত আমি আঁধারে –
শান্ত সন্ধ্যার বিনম্র বেলা’য়।
আমি উঠিনি কবিতা!
আমি জ্বলবো শত সহস্র বছর।
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.