খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম)ঃ
ট্রেডল পাম্প ও ট্রেডল প্রিন্টিং প্রেস উদ্ভাবক উলিপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব নরেন্দ্রনাথ দেব আর আমাদের মমাঝে নেই। গত শুক্রবার রাত ১০.২০ মিনিটে উলিপুরস্থ জোদ্দারপাড়ায় নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন। তিনি ১৯২৬ সালের ১৬ নভেম্বর উপজেলার কাশির খামার গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ১৯৭৮ সালে ট্রেডল পাম্প উদ্ভাবন করে রাষ্ট্রীয় পদক প্রাপ্ত হন এবং একটি বেসরকারী সংস্থার ব্যয়ে থাইল্যান্ডসহ একাধিক দেশ ভ্রমন করেন। উলিপুরের এই প্রাণ পুরুষ ৯১ বছর কর্মময় জীবনের সমাপ্তি ঘটিয়ে পরপারে চলে যাওয়ায় তার পরিবারসহ উলিপুরবাসী শোকাহত । তিনি স্ত্রী ৪ ছেলে ২ কন্যা ও নাতীনাতনীসহ অনেক আত্বনীস্বজন রেখে গেছেন। তার পরলোকগমনে গভীর শোক প্রকাশ করে শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক সাংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, পৌর মেয়র তারিক আবুল আলা , উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এম এ মতিন, সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরদারসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.