তোমার চোখের মাঝে আছে নীল আকাশ...
তবে দোষ দেবে কি বলো...
মন যদি ভালবেসে হতে চায় পাখি...
হতে চায় পাখি...
প্রিয় কোন মানুষকে ভালবেসে যাওয়া সেটা সবসময় আমাদের নিজের আয়ত্বের বাইরে থাকে। আমরা পারিনা আমাদের সেই ভালবাসা কে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে,নিজের মনের সাথে যুদ্ধ করে আমরা বার বার হেরে যাই তার কাছে। হৃদয়ের টানটা বড় বেশী ভোগায় আমাদের। হৃদয় নামের এই জিনিষটা বড় অদ্ভুত...সেটা কোন বাধা নিষেধই মানতে চায় না। ভাল-মন্দ বিচার করা ছাড়াই সে সবকিছুর সীমা অতিক্রম করে যেতে চায়। নিজের ভালবাসার অনুভূতি গুলো সে দেখে সব কিছুর উর্দ্ধে,বড় বেশী স্বার্থপর। আর আমরা সেই বিচার বুদ্ধিহীন স্বার্থপর হৃদয়ের কাছে নিজেদেরকে শোপে দেই। কষ্টের মাঝে ডুবে যাই। অনবরত আমাদের বিবেকের সাথে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত হৃদয়ের কাছে হার মেনে যাই। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা আমাদের ভালবাসার প্রিয় মানুষটি কে অনুভব করতে পছন্দ করি....আমাদের এটা ভাবতে ভাল লাগে যে সেও সবসময় আমার কাছেই আছে,যা করছি আমরা তার মাঝে তাকেও কল্পনা করে নিতে চাই। এমন কি ভালবাসার কোন গান শুনলেও সেই গানের মাঝে প্রিয়জনকে কল্পনা করতে আমরা ভালবাসি,হয়ত নিজের অজান্তেই সে চলে আসে আমাদের কল্পনায়। অতীতের সেই না পাওয়া ভালবাসা কে আমরা সারাজীবন স্মৃতি করে মনের মাঝে আগলে রাখি। প্রায়ই সেসব স্মৃতি মনে করে আমাদের মনের আকাশ মেঘলা করি। কিন্তু হঠাৎ করে সে যদি তোমার বর্তমান জীবনে আবার ফিরে আসে তখন তাকে এড়িয়ে যাওয়াটা কারো পক্ষেই মনে হয়না সহজ হয় ??? অনেক বাধা নিষেধও মনকে তখন মানাতে পারেনা।
সেজন্য হৃদয়ের কথা যে যত কম শুনে এই পৃথিবীতে সে ততো বেশী সুখী। কিন্তু সবাই সেটা পারে কোথায় ??? তাই তো এখানে কত কিছু ঘটে...ভালবেসে কেউ হয় সুখী,কেউবা হয় দুঃখী। আবার এমন অনেকে আছে যারা তার ভালবাসার মানুষকে কোনদিনও পায় না। সেই না পাওয়া ভালবাসার জন্য মনে হয় হৃদয়ের টানটা আরো অনেক বেশী অনুভূত হয়,তাই না ?? তুমি যদি তাকে সামনে না দেখ তাহলে হয়ত তোমার পক্ষে তাকে ভুলে থাকা কিছুটা সহজ। কিন্তু সে যদি অনেক বছর পর হঠাৎ তোমার কাছে ফিরে আসে তখন নিজের ভেতরের অনুভূতি গুলো কে,ভেতরের ভালবাসাটা কে দমিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে উঠে। বারবার সে তোমার সামনে আসবে অথচ তুমি ভাল করে যান তুমি কোনদিনও তাকে নিজের একান্ত আপন করতে পারবে না। তার সাথে কথা বলবে কিন্তু তাকে ছুঁয়ে দেখার অধিকার তোমার থাকবে না। তাকে পাওয়ার জন্য তোমার হৃদয়ের ভেতরটা ফেটে যাবে ( মমতাজের ঐ গানটার মত..."ফাইট্যা যায় ওরে বুকটা ফাইট্যা যায়" এর মত)... কিন্তু এমন কিছু কারণ আছে এখন,যার জন্য তুমি ভালভাবেই বুঝো যে তাকে তোমার জীবনে ফিরিয়ে নেয়াটা আর সম্ভব না। এ কেমন ভালবাসা যার জন্য বুকের ভেতরটা তছনছ হয়ে যায়...তাকে ছুঁয়ে দেখতে ইচ্ছা হয়,তার সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতে মন চায়। তাকে বলতে চায় মন...আমি তোমাকে অনেক অনেক অনেক ভালবাসতাম, এখনো ভালবাসি,বাকিটা জীবনও এভাবেই ভালবেসে যাব। তোমার ঐ চোখের মাঝে যে নীল আকাশ আছে,সেখানে আমি পাখি হয়ে সারাজীবন উড়ে বেড়াতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি.....এখন হয়ত সেটা আর কোনদিনও সম্ভব হবে না....
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.