বিজ্ঞান ও প্রযুক্তি:
জ্যোতির্বিজ্ঞানীরা এ পর্যন্ত অনেকগুলো গ্রহ আবিষ্কার করেছেন যেগুলোতে
প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা নিয়ে তারা কথা বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত
অনেকগুলোর বিষয়ে আর গবেষণা এগোয়নি। তবে বিজ্ঞানীরা অতি সম্প্রতি একটি
সুপার আর্থের সন্ধান পেয়েছেন যেটিতে প্রাণের অস্তিত্ব থাকার ব্যাপারে তারা
আশা প্রকাশ করেছেন। এই গ্রহটি আমাদের সৌরজগত থেকে ৩৯ আলোকবর্ষ (টানা ৩৯
বছরে আলো যতদূর ভ্রমণ করতে পারে) দূরে অবস্থিত। আমাদের সৌরজগতের বাইরে
অবস্থিত এই গ্রহের নাম এলএইচএস ১১৪০বি।
এই
গ্রহের উদ্ভাবনের সঙ্গে জড়িত বিজ্ঞানীরা জানিয়েছেন, এলএইচএস ১১৪০বি
পর্বতময় একটি গ্রহ। এটি একটি নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে যা আমাদের
সূর্যের চেয়ে আকারে ছোট। তবে আমাদের গ্যালাক্সিতে পৃথিবীর আচরণ যেমন, এর
আচরণ প্রায় একই রকম। একারণে গ্রহটি আশাবাদি করেছে বিজ্ঞানীদের।
গবেষক
দলের অন্যতম সদস্য জ্যাসন ডিটম্যান বলেছেন, গত এক দশকে তিনি এই সৌরজগতের
বাইরে যতগুলো গ্রহের সন্ধান পেয়েছেন তার মধ্যে এলএইচএস ১১৪০বি সবচে
‘আকর্ষণীয়’। তাই এটি নিয়ে গবেষণায় বিজ্ঞানীরা মোটেও বিরক্ত হবেন না। এমআর্থ
সাউথ টেলিস্কোপ নেটওয়ার্কের সাহায্যে এই গ্রহের সন্ধান পাওয়া গেছে।
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.