শুধু তোমায় ভালোবাসতে দিও |
তোমার ভালবাসা নাইবা পেলাম বাহুডোরে বেঁধে রাঙা অধরের কোণে চুপিচুপি প্রেমের চিহ্ন নাইবা আঁকলাম, তোমার আঁচলের সুবাস সারা অঙ্গে মেখে হাতের কোমল স্পর্শে নিজেকে নাইবা রাঙ্গালাম; শুধু তোমায় ভালবাসতে দিও।
তোমার সুখের সঙ্গী নাইবা হলাম দুঃখের ভাগটুুকু আমায় দিও দুঃখের সঙ্গী করে নিও, চাঁদনী রাতে তোমার পাশে বসতে নাইবা দিলে পূর্ণিমার জ্যোৎস্না ফুরিয়ে হলে অবসান, ঘনকালো আঁধার নিশীতে আলো হয়ে জ্বলতে দিও; শুধু তোমায় ভালবাসতে দিও।
উল্লাসে উচ্ছ্বাসে ফুটন্ত গোলাপের পাঁপড়ি রাঙা ঠোটের হাসি নাইবা দেখতে দিলে, নিরালায় নির্জনে নিষ্টুর জড়স্রোতে কেঁদে-কেঁদে একাকীত্বের যন্ত্রণায় জ্বলে পুঁড়ে নিঃস্ব হবে যখন, তোমার ব্যথায় ব্যথী হয়ে মন ভরে কাঁদতে দিও; শুধু আমায় ভালবাসতে দিও।
মনের কথাগুলো নাইবা শুনলে দক্ষিণদ্বার খুলে এলোমেলো চুলে ভাবনার ঘোরে অপেক্ষার প্রহর নাইবা গুনলে, দিও কাব্যরসে বসে বসে মনের কথাগুলো লিখতে; ছন্দে ছন্দে প্রেম আনন্দে প্রেমের প্রতিচ্ছবি আঁকতে; শুধু আমায় ভালবাসতে দিও।
তুমি আমার ঘরের লক্ষ্মী নাইবা হলে হৃদয়ের স্তরে-স্তরে ছড়ানো অনুভূতির মূল্য নাইবা দিলে, রূপ যৌবনে ভাটা পড়বে, যখন সৌন্দর্যের সৌরভ ফুরাবে, বিরহিণী প্রিয়তমা আমায় স্মরণ করো, আসবো আমার সমস্ত সুখ ছড়িয়ে সুখ প্রদীপ জ্বালাতে; তখন না হয় একটু ভালবাসতে দিও।
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.