নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০০ রান ও করতে পারলো না বাংলাদেশ। ৩৭৫ রানে
পিছিয়ে দিন শুরু করে মাত্র ৯০ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ । এর ফলে ৩৩৩
রানের বিশাল হার নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা।
৩৭৫ রানে পিছিয়ে থেকে আজ শেষ দিনের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দিনের
শুরুতেই মুশফিক ফিরলেন। রাবাদার বলে আমলার হাতে কট আউট হয়ে বিদায় নেন ১৫
রান করা মুশি। এরপর টপাটপ আরও দুই উইকেট-মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাসকে
সাজঘরে পাঠালেন রাবাদা। সর্বশেষ ৪ রান করে আউট হয়েছেন সাব্বির ও তাসকিন।
এর আগে রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট খেয়ে ফেলেন মরকেল। নো-বলের কারণে বেঁচে যান মুশফিক। রানের খাতা খোলার আগেই
তামিম-মুমিনুলকে বিদায় করেন মরকেল। অবশ্য মুমিনুলের আউট নিয়ে রয়েছে বিতর্ক।
আম্পায়ার আউট দিলেও টিভি রিপ্লেতে পরিষ্কারভাবে দেখা যায় সেটা নট আউট। আর
৩২ রান করে ফিরে যান ইমরুল। তার উইকেট নেন মহারাজ।
১ম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাব
দিতে নেমে ৩২০ রানেই অলআউট বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট খুইয়ে ২৪৭ রান
করে স্বাগতিকরা। যার সুবাদে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪২৪ রান।
========================================
সুত্র- ZOOMBANGLA.COM
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.