আশায় থাকতে কে না চায়। তাই আমিও আশা করি সপ্ন দেখি, সপ্ন দেখতে ভালবাসি। কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার সপ্ন কেউ যেন ভেঙ্গে দিলো। কিন্তু পরক্ষণেই আবার ভাবি অন্য কেউ আমার সপ্ন ভাঙ্গবে কেনো? মনে হয় আমার সপ্নের মাঝে কোনো প্রকার ক্ষত ছিলো যা আমার চোঁখে পড়েনি, আর তাই সপ্নকে আমি হাড়িয়ে ফেলেছি। তারপরও সপ্ন দেখি; সপ্ন দেখতে ভালবাসি। সপ্ন দেখেই যাবো যতোদিন বেঁচে আছি।
কথায় আছে "সপ্নহীন মানুষ পশুর সমান"
((মাথা ঠিক নাই))
আল্লাহ্ হাফেজ।
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.