তোমাকে ভালোবেসে কষ্টের পৃথিবীটাকে চিনেছি, ভালোবাসার মানুষের বদলে একজনকে চিনেছি, বুঝেছি স্বপ্ন গুলো ভাঙ্গার কষ্ট কি, অনুভব করেছি হৃদয়ের বেদনা গুলোকে, অনেক স্বপ্ন তোমাকে নিয়ে যা আজ আমার কষ্ট আমি বুঝতে পারিনি তোমাকে কতটা ভালোবেসে ছিলাম তবে আমিও স্বার্থপরের মত একদিন সব ভুলে যাবো! হয়তো ভাবছো তোমাকে স্বার্থপর বলছি না তুমি তো স্বার্থপর নও, তুমি তো শুধু সময়ের প্রয়োজনে নিজেকে বদলে নিয়েছো, ছেড়ে দিতে পেরেছো যে হাতটি এতদিন ধরে রেখেছিলে, "মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি এত ভালোবাসার পরও তুমি দূরে চলে গেলে কেন" তাহলে তুমি আমার যোগ্য নও নাকি আমি তোমার যোগ্য ছিলাম না? কেন তুমি আমাকে একা করে দূরে চলে গেলে..........???
এখন অামি আমার কোনো অস্তিত খুঁজে পাইনা, শুধু নিজের প্রতি নিজের ঘৃণা হয় কেন এই পৃথিবীতে আমি আজও বেঁচে আছি.....!!!
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.