সম্পর্ক ভাঙা সহজ বিষয় নয়। কিন্তু অনেক সময় পরিস্থিতি এমন হয়, যখন সম্পর্ক ভাঙা ছাড়া বিকল্প আর কোনো উপায় থাকে না। অথচ একটা সময় একজন আরেকজনকে না দেখে থাকতে পারতেন না। আসুন জেনে নিই সম্পর্ক ভাঙার নেপথ্যে কোন কারণগুলো:
১. সম্পর্কে জড়ানোর সময় অনেকের মধ্যেই কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সঙ্গীর পছন্দের সঙ্গে মানিয়ে নিতে অনেকেই এটা করেন। কিন্তু সম্পর্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো হয়ে গেলেই সমস্যা। তখনই দু’জনের মধ্যে অশান্তির সূত্রপাত হতে পারে। যা পরবর্তীকালে সম্পর্ক ভাঙার দিকে নিয়ে যেতে পারে। তাই নিজে যেরকম সেরকমভাবেই সম্পর্কে যাওয়া উচিত।
২. একে অপরের ওপর বিশ্বাস এবং সৎ থাকাটা একটি সম্পর্কে মূল ভিত্তি। কিন্তু সম্পর্কের মধ্যে সততা এবং বিশ্বাস যখন হারিয়ে যায়, তখন সেটি ভেঙে যেতে বাধ্য।
৩. প্রথম দিকে সঙ্গীর প্রতিটি কাজে আপনি বাহবা জানাতেন। কিন্তু ধীরে ধীরে সেটির পরিমাণ কমে গেলে, তার মনে রাগ জন্মাবেই। আর তা নিয়ে মাঝেমধ্যেই অশান্তির সৃষ্টি হবে। পরে যা সম্পর্কে ভাঙন ধরাতে ইন্ধন জোগাবেই।
৪. আপনার হয়তো ভবিষ্যত পরিকল্পনা এক, আর আপনার সঙ্গীর আরেক। তাহলে মনে রাখবেন, সেক্ষেত্রে সম্পর্কে ভাঙন ধরার যথেষ্ট সুযোগ থাকে। যদিও ব্যতিক্রম অবশ্যই আছে।
৫. আগে অনেক সময় দিতেন, ধৈর্য ধরে কথাও শুনতেন। কিন্তু এখন আর সেটা করতে পারেন না। তাহলে কিন্তু সমস্যা আসবে সম্পর্কে। এই ঝামেলা এড়াতে নিজেদের মধ্যে কথা বলুন। মনোমালিন্য দূর করার চেষ্টা করুন।
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.