আসিফ ওয়াহিদঃ
আজ শনিবার বিকাল চারটার সময় পুরো কুড়িগ্রাম শহরের উপর দিয়ে বয়ে যায় শীলাবৃষ্টি। হঠাৎ করে বিকাল সাড়ে তিনটার দিকে প্রবল বেগে বাতাস শুরু হয়, তারপরই বাতাসের সাথে বৃষ্টি এবং এই বৃষ্টি আস্তে আস্তে ক্রমান্নয় রুপ নেয় শীলা বৃষ্টিতে। পরে টানা প্রায় চল্লিশ মিনিটের মত শীলা বৃষ্টিতে ছেঁয়ে যায় পুরো কুড়িগ্রাম শহর। এতে বাস ট্রাক সহ অনান্য যানবাহন চলাচল সাময়িক ভাবে স্থবির হয়ে যায় এবং বিভিন্ন ব্যবস্যা বাণিজ্য সাময়িক বন্ধ থাকে। এই শীলা বৃষ্টিপাতে ফসলের অনেকটা ক্ষতি হবার আসংঙ্খা থাকলেও ফসলের তেমন ক্ষতি হয়নি বলে জানান স্থানীয় কৃষকরা। পুরো কুড়িগ্রাম শহরবাসীকে প্রায় চল্লিশ মিনিটের শীলা বৃষ্টিতে ভিজিয়ে ক্ষানিকটা আতঙ্কে ফেলে দিয়েছিল আজকের শীলা বৃষ্টি। কুড়িগ্রাম শহর ছাড়াও পাসের উপজেলা গুলোতেও হালকা শীলাবৃষ্টি হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.