বিনোদন প্রতিবেদক:
ঢালিউডের
জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরেই থাইরয়েড রোগে ভুগছেন। এ কারণে তার
শরীরও শুকিয়ে যাচ্ছে। গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাবনূরের বাবা
শাহজাহান চৌধুরী।
তিনি
জানান, দীর্ঘদিন ধরে শাবনূর থাইরয়েড রোগে ভুগছেন। হঠাৎ করেই ওর সারা শরীর
কেঁপে ওঠে। পুরোপুরি সুস্থ হতে একবছর তাকে চিকিৎসা নিতে হবে। থাইরয়েড
রোগটির বিভিন্ন লেভেল রয়েছে। এই রোগে আক্রান্ত হওয়ার পর অনেকে মোটা হয় আবার
অনেকে শুকিয়ে যায়। শাবনূরের শরীর অসুস্থতার জন্য দিনদিন শুকিয়ে যাচ্ছে।
সবমিলিয়ে সে ভালো নেই। আমার সঙ্গে প্রতিদিন কথা হয়। আগামী ঈদে দেশে ফেরার
সম্ভবনাও রয়েছে বলে জানান শাবনূরের বাবা।
উল্লেখ্য,
২০১১ সালের ডিসেম্বরে যশোরের ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে
করেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সিডনির অবার্ন
হাসপাতালে পুত্র আইজানের জন্ম দেন চিত্রনায়িকা শাবনূর। বর্তমানে
অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন শাবনূর।
0 $type={blogger}:
Post a Comment
Thank's for your comment.